Post# 1543452302

29-Nov-2018 6:45 am


ইসলামি অনলাইন মাদ্রাসা :

ছাত্র সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে করতে হবে ৬০০। এটা অনলাইন কোর্স, এই না যে কোনো ক্লাসরুমে তাদের বসাতে হবে। সবার খাতা দেখা শুধু সময়ের কাজ।

উস্তাদদের বেতন ডবল করতে হবে। প্রোগ্রামারদের পেছনে খরচ ৪ গুন বাড়াতে হবে। অধিকাংশ পরিক্ষা মাল্টি চয়েস থাকলে উস্তাদদের প্রতিটা খাতা চেক করার দরকার নেই। প্রশ্ন-উত্তর সেট করে দেবেন। কম্পিউটার নিজেই মার্ক করতে পারবে।

লেকচার হতে হবে ফুল স্ক্রিন ভিউয়ে। উস্তাদের চেহারায় কেমেরা ফোকাস করে পেছনে সাদাকালো বোর্ডে চক দিয়ে এরকম না। একটা আইপেড কিনে এটাকে বোর্ড হিসাবে ব্যবহার করে লেকচার। এবং এর স্ক্রিন কেপচার রেকর্ড করে।

লেকচার এডিট করতে হবে। "অা", "আমরা এখন" এই টাইপের কথাগুলো কেটে বাদ দিয়ে। ৬০ মিনিটের লেকচার কমে আসবে ২০ মিনিটে। কন্টেন্ট এর পরও একই।

Just my thought.

    Comments:
  • ^ but then again, partial ilm is better than no ilm.

29-Nov-2018 6:45 am

Published
29-Nov-2018