Post# 1543405518

28-Nov-2018 5:45 pm


প্রসংগ : জাতি, পাপ, শাস্তি, শাসক ও আল্লাহর সাহায্য।


হাদিস :

যে জাতির মধ্যে খেয়ানত অর্থাৎ আত্মসাতের ব্যাধি আধিক্য লাভ করে, সে জাতির অন্তরে আল্লাহ শত্রুর ভয় সৃষ্টি করে দেন।

যে জাতির মধ্যে জেনা-ব্যভিচার বিস্তার লাভ করে, সে জাতির মধ্যে মৃত্যুহার বেড়ে যায়।

যে জাতি মাপে ও ওজনে কম দেয়, তাদের রিজিক উঠিয়ে নেওয়া হয়।

যে জাতি অন্যায় বিচার করে, তাদের মধ্যে খুন-খারাবি ব্যাপক হয়।

যে জাতি অঙ্গীকার ভঙ্গ করে, তাদের ওপর শত্রুকে চাপিয়ে দেওয়া হয়।

- মুওয়াত্তা ইমাম মালেক।


রসুল (সা.) বলেন :

যখনই কোনো জনগোষ্ঠী মাপ ও ওজনে কম দেয়, তখনই তাদের

দুর্ভিক্ষ,
খাদ্যদ্রব্যের ঘাটতি ও
অত্যাচারী শাসকের

মাধ্যমে শাস্তি দেওয়া হয়।

- বুখারি শরিফ।


রসুলুল্লাহ (সা.) বলেন :

পাঁচটি বস্তু পাঁচটি বস্তুর কারণে হয়ে থাকে।

এক. কোনো জাতি চুক্তি ভঙ্গ করলে আল্লাহ তাদের ওপরে তাদের শত্রুকে বিজয়ী করে দেন।

দুই. কেউ আল্লাহর নাজিলকৃত বিধানের বাইরে বিধান দিলে তাদের মধ্যে দারিদ্র্য ছড়িয়ে পড়ে।

তিন. কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে।

চার. কেউ মাপে বা ওজনে কম দিলে তাদের জন্য খাদ্যশস্যের উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ভিক্ষ তাদের গ্রাস করে।

পাঁচ. কেউ জাকাত দেওয়া বন্ধ করলে তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়।

- সুনানে দায়লামি।

28-Nov-2018 5:45 pm

Published
28-Nov-2018