Post# 1543172318

26-Nov-2018 12:58 am


ধরি এর পর,

এখন নেতৃত্ব-হীন রায়বেন্ড ছিন্ন হয়ে গেলো।
কাকরাইলের শুরাপন্থি বহিষ্কৃত ফায়সালরা বেরিয়ে গেলো।
"হেফাজতের" ভারে উলামারা জনবিচ্ছিন্ন হয়ে গেলো।

মাওলানা সাদ সাহেবের নেতৃত্বেই তবলিগের কাজ এগিয়ে গেলো।
এর পর কি?

মেহনতকারীগন চিন্তা করবেন : আমরা ঐক্য ফিরে পেয়েছি। কাজ আগের মত পূর্ন গতিতে চলবে।

মাও সা'দ সাহেব যা বলবেন সেটা অক্ষরে অক্ষরে অনুসারিরা প্রচার করবেন, এর উপর হয়তো কয়েক গুন শক্ত করে। কারন এখন এক মুরুব্বির কথা ব্যলেন্স করার জন্য অন্য মুরুব্বির কথা আনার সুযোগ নেই।

আমি সামনে একটা cult তৈরি হতে দেখতে পারছি।

ক্ষতি?
একদিক থেকে চিন্তা করলে ক্ষতি নেই। কত দলমত সমাজে প্রচলিত আছে। বাড়লে-কমলে ক্ষতি কি? সব দলেই কিছু পজিটিভ কিছু নেগেটিভ আছে।

Wondering :
"হক কত বছর পর্যন্ত পরাজিত হয়ে থাকতে পারে?"
"বাতিল পরাজিত না হয়ে কত বছর পর্যন্ত টিকে থাকতে পারে?"
"এবসুলেট সিরাতিল মুস্তাকিমের উপর তবে এখন কোন দল চলছে?"

26-Nov-2018 12:58 am

Published
26-Nov-2018