এ বছর বিশ্বকাপের সময়,
আর্জেন্টিনার পতাকা ঝুলাতে গিয়ে অনেক ছেলে বিদ্যুতায়িত হয়েছে। মেইন লাইনের কারেন্টের শক খেয়ে। পা পুড়ে গিয়েছে। কেটে ফেলে দিতে হবে। হাতও পুড়ে গিয়েছে।
এর পরও খুশি। "আর্জেন্টিনার জন্য আমি সেক্রিফাইস করেছি। অন্যদের থেকে আমার আর্জেন্টিনার প্রেম বেশি। আমার বিদ্যুতায়ন এর প্রমান।"
এর পর সে খুড়িয়ে খুড়িয়ে হাটবে। বাকি জীবন কষ্ট করবে।
অন্তরে সে একটা জাষ্টিফিকেশন খুজবে। একটা কারন।
কিছু অহংকার। কিছু আত্মতৃপ্তি।
নিজেকে প্রবোধ দিবে, "যার জন্য তার এত আত্মত্যাগ, এটা ভালো"
২
নিজের দিকে ফিরে আসি:
"শুধু গনতন্ত্রের জন্য"?