Post# 1543061787

24-Nov-2018 6:16 pm


আবি হোসেন বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুলুল্লাহ ইমাম শাফি যে উনার কিতাবে এবং চিঠিতে লিখতেন

وصلى الله على محمد كلما ذكره الذاكرون وغفل عن ذكره الغافلون

"আল্লাহ তায়ালা সালাম পাঠান মুহাম্মদের উপর
যতবার স্বরনকারীরা স্বরন করে।
যতবার গাফেলরা গাফেল থাকে।"

এর বিনিময়ে উনাকে কি পুরষ্কার দিয়েছেন?

রাসুলুল্লাহ ﷺ বললেন উনার জন্য পুরষ্কার আমার তরফ থেকে এই যে হিসাবের জন্য উনাকে দাড়াতে হবে না।

Ref:
عن أبي الحسن قال رأيت النبي صلى الله عليه وسلم في المنام فقلت يا رسول الله بم جوزي الشافعي عنك حيث يقول في كتابه الرسالة وصلى الله على محمد كلما ذكره الذاكرون وغفل عن ذكره الغافلون فقال صلى الله عليه وسلم جوزي عني أنه لا يوقف للحساب

#htasauf

    Comments:
  • সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ কুল্লামা জাকারাহু আজজাকিরুন, ওয়া গাফালা আন জিকরিহি আল-গাফিলুন।
  • ^ আরবীটা দিয়ে সার্চ দিন। পেয়ে যাবেন।

24-Nov-2018 6:16 pm

Published
24-Nov-2018