"শুধু নামাজ রোজা দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে কিনা?"
পারবে।
مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَصَامَ رَمَضَانَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ
এর পর জান্নাতে ১০০ টি স্তর আছে যেগুলো মুহাজির-মুজাহিদের জন্য।
https://sunnah.com/bukhari/97/51
শাহাদাৎ হলো তার জন্য যাকে আল্লাহ তায়ালা পছন্দ করেছেন।
রাসুলুল্লাহ ﷺ এর যুগে জিহাদ করে মারা গিয়েও যেহেতু কেউ কেউ শাহাদাত পায় নি।
এ থেকে আমাদের ভয়ের ব্যপার আছে।
জান্নাত শুধু তার জন্য যাকে আল্লাহ তায়ালা পছন্দ করেছেন।
অনেক মুখলেস আমলদ্বার ব্যক্তির মূত্যু যেহেতু মন্দের উপর হয়েছে।
এ থেকে আমাদের ভয়ের ব্যপার আছে।