আরব দেশের গরিব ফেরিওয়ালা। কোন দেশ জানি না।
বললো : তোমাকে এই ঠেলার বদলে একটা পিকআপ কিনে দেবো। ওটা চালিয়ে বিক্রি করতে পারবে। ফেরিওয়ালা বলে সে নেবে না। তবে তোমাকে ক্যাশ টাকা দেবো। তাও সে নেবে না।
বলে: আমার এই ঠেলা গাড়িটা যথেষ্ট। বাসার পাশে রাখি। হয়ে যায়। ফিস ফিস করে কানে বলে, এসব যার সত্যিই অভাব তাকে দান করো।
এর পর তার বাসায় গিয়ে স্ত্রীর সাথে কথা।
ফুসহা [কথ্য] আরবী। বুঝা টাফ। প্রায় সবই নতুন শব্দ।
এগুলোতে শিক্ষনীয় আছে।
আমরা কোথায়!
আল্লাহর বান্দারা কোথায়!
- Comments:
- ^ এখলাস লাগে, দুনিয়ার মহব্বত কম হওয়া লাগে, আখিরাতের মহব্বত লাগে, বায়াত লাগে, স্থির কদম লাগে, তাওয়াক্কুল লাগে।
কিছু বাদ পড়লে এড করতে পারেন। জাজাকাল্লাহ। Alif Advan
একটা বড় স্টেটাস দিতে পারেন, "কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলে যা যা লাগে তার তালিকা"