Post# 1542895642

22-Nov-2018 8:07 pm


"আপনি যে বললেন নিজে নিজে কোরআনের ব্যখ্যা করে সেটা অনুসরন করেন, তবে <এই> <এই> ক্ষেত্রে কি বুঝেন? কি করবেন?"

না রে ভাই। নিজে নিজে করি না।

প্রথমে দেখি হানাফি-দেওবন্দি মত কি? এটা নিয়ে কোনো বিতর্ক না থাকলে এখানেই শেষ।

এখন কেউ এসে তর্ক জুড়ে দিলো। "এটা আহলে সুন্নাহর মত না" "শুধু এই উপমহাদেশে প্রচলিত" এই ধরনের দাবি। তখন দেখি অধিকাংশের মত কি? অর্থাৎ বাকি মাজহাবগুলোর।

এখানে সমাধান হয়ে গেলে শেষ।

কেউ এর পরও যদি তর্ক তুলতে থাকে। যেমন "দুনিয়ার অধিকাংশ মুসলিমরাই পথভ্রষ্ট" "হকের বিরুদ্ধে আকছারিয়াত কোনো যুক্তি না" এই ধরনের। তখন দেখি তাদের ব্যখ্যা ছাড়া আমি কোরআন পড়ে কি বুঝি? এটা থার্ড লেভেল। প্রথম লেভেল না।

এখন এই পর্যায়ে কেউ এসে যদি বলে "আপনি কি উসুলে তফসির পড়েছেন?" "কিছু জানেন?" "না জেনে কথা বলেন কেন?" "আমাদের শায়েখ/বড় ভাইদের অনুসরন করেন।"

তখন বেক টু স্কোয়ার ওয়ান। আপনাদের কথা তকলিদ [অন্ধ অনুসরন] করার বদলে আমি বরং হানাফি/দেওবন্দি তকলিদ করি।

যেহেতু একই হলো।

    Comments:
  • কথা বললে বুঝা যাবে। কালকে কল করবো ইনশাল্লাহ।
  • ৪৭,৫০০ টাকার টা কোন প্যকেজ এখানে?

22-Nov-2018 8:07 pm

Published
22-Nov-2018