Post# 1542822035

21-Nov-2018 11:40 pm


"বেলায়েত"

"ওলি" বন্ধু, থেকে "ওউলায়েত" বন্ধুত্ব থেকে বেলায়েত। উর্দুতে "উই" কে "বে" উচ্চারন করে যেহেতু।


ডঃ জাহাঙ্গির স্যারের একটা কিতাব আছে "রাহে বেলায়েত"। পেয়ে খুশি হয়ে গিয়েছিলাম। সঠিক তাসাউফ শেখা যাবে। পড়ে দেখি হাদিসের বই। হাই থটের কথা নেই। কিছুটা হতাশ হয়েছিলাম। গোপন কথা কই? সব তো জানা! /kidding.


৮০ এর দিকে আরেকজন লিখেছিলেন "বেলায়েতের গোপন কথা"। উনার নামও জাহাঙ্গির। বাবা জাহাঙ্গির। বইটা ব্যন হয়ে গিয়েছিলো। গোপন কথাগুলো জানা হয় নি। /kidding.


বর্তমানে মূল বই হলো গাজ্জালির। এ থেকে কোট করে পরের বই সমূহ।

কিন্তু এর সহি-জয়িফ নিয়ে প্রশ্ন আছে। এক কালে আগুনে পুড়ানো হতো এ কারনে। মিজান হারুন ভাইয়ের লাষ্ট ষ্টেটাস দ্রষ্টব্য।

কিছু কোট করার চেষ্টা করেছি। ভেরিফাই করতে গেলে দেখি সালাফি আলেমদের মতে হাদিস জাল-জয়িফ।


আগের ওলি আউলিয়ারা তবে কেন এগুলো কোট করেছেন?
এগুলো পড়ে অনুসরন করে তারা ওলি হলেন কি করে?

সালাফিদের কমন কিছু যুক্তি আছে :

"গাজ্জালি বুখারি শরিফ পান নি, শেষ বয়স এসে পড়ে শুধু কান্না করেছেন আমি কি করলাম!" - অথচ, উনার বইয়ের উপদেশে আছে ইলমের প্রথমেই বুখারি-মুসলিম পড়া। নিজের উপদেশ ফলো করেন নি বলছেন?

"উনারা ওলি জানেন কি করে?" - জানি de facto থেকে। অধিকাংশের মত।


এখন রাস্তা দুটো :

সালাফিদের জন্য : ডঃ জাহাঙ্গির স্যারের বই।
ছু্ন্নিয়াতের অনুসারিদের জন্য : বাবা জাহাঙ্গিরের বই।

আমি দুইয়ের মাঝে সাবধানে পা ফেলে চলার চেষ্টার করবো ইনশাল্লাহ।
দু পক্ষের অনেকেই বেজার হতে পারেন।

    Comments:
  • ^ উনার মত আমার কাছে নেই। এটা উনার অনুসারিদের কমেন্ট যেটা পোষ্টে উল্লেখ করেছি।
  • আরো অনেক যুক্তি আছে। "আল্লাহু ওলিউল্লা দিনা আমানু" - মু'মিন সবাই আল্লাহর ওলি। কিন্তু এগুলো সব কভার করতে গেলে সময় লাগবে। এবং unnecessary কথা বাড়বে। স্টেটাস সংক্ষিপ্ত রাখতে হয় যেহেতু।
  • ^ গাজ্জালির বই।

21-Nov-2018 11:40 pm

Published
21-Nov-2018