Post# 1542815380

21-Nov-2018 9:49 pm


সুরা আহযাবের আয়াত :
يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا

আমি বুঝি :

হে নবি আমি আপনাকে পাঠিয়েছি :
"শাহিদাও" : তৌহিদের সাক্ষ্যদাতা হিসাবে।
ওয়া "মুবাশ্শিরাও" : জান্নাতের সুসংবাদ দাতা হিসাবে।
ওয়া "নাজিরা" : জাহান্নামের ভীতি প্রদর্শনকারি হিসাবে।।

_____
অন্যদের বোধে এখানে হাজির-নাজির এর কথা আছে।
আমি পাই নি।

    Comments:
  • ^ এটা নিয়ে "জাতি নূর" আর "খলকি নূর" এর বিতর্ক আছে। যে যতটুকু আগিয়ে বলতে পারে, তাকে তত ভালো ধরা হয়।
  • ^ "ছু্ন্নি" কারা এটা যারা জানে না, ছু্ন্নিদের ভালো-মন্দ গুলোও জেনেও তাদের কোনো লাভ নেই।

21-Nov-2018 9:49 pm

Published
21-Nov-2018