Post# 1542802575

21-Nov-2018 6:16 pm


প্রসংগ "হাজির নাজির"


৮০ এর দিকে এর পক্ষের দাবি ছিলো সবচেয়ে জোরালো। বিপক্ষে ছিলো কিছু "দেওবন্দি" আলেম। যাদের সংখ্যা খুবই কম।

ছুন্নি আলেম আহমদ ইয়ার খান এর একটা কিতাব আছে জায়াল হক। এর বাংলা অনুবাদ ছাপা ১৯৮৮ এর দিকে। আরো অনেক যুক্তির মাঝে এটা বলা হয়েছিলো "আল্লাহ তায়ালা সর্বত্র বিরাজমান না। আল্লাহ তায়াল শুধু মাত্র আরশের উপর। বরং সর্বত্র বিরাজমান হলেন রাসুলুল্লাহ ﷺ "। যে থেকে হাজির-নাজির।

এটা ছিলো hot debated topic.


২০২০ সালের কাছে। এখন আমি দেখছি ছুন্নিয়াতের অনুসারিরা সেই টপিক থেকে সরে আসছেন।

"হাজির-নাজির আলা-হযরতের মত না"


Things change. আকিদার মতো গুরত্বপূর্ন টপিক হলেও।

ঐ সময়ে যদি আমি লাঠি দিয়ে মানুষের মাথ ফাটাতাম হাজির-নাজিরের পক্ষে তবে এখন এসে হায় হায় করতাম, "যে উস্তাদদের কথায় আমি মাথা ফাটালাম, এরাই দেখি এখন উল্টো কথা বলছে।"

    Comments:
  • ^ that's called being intelligent.

21-Nov-2018 6:16 pm

Published
21-Nov-2018