Post# 1542788115

21-Nov-2018 2:15 pm


আকিদার ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে :


"আকিদার ক্ষেত্রে তকলিদ নেই।"

তাই আকিদার কোনো ব্যপার এনে যদি বলেন "কোরআন শরিফের আয়াতের নিজে নিজে ব্যখ্যা করেন কেন? আপনি কি উসুলে তাফসির পড়েছেন? আরবী পারেন? আলেমদের জিজ্ঞাসা করে জেনে নেবেন।"

তবে আপনি আকিদার ব্যপারে তকলিদ করার হুকুম দিচ্ছেন। আপনার শিক্ষায় আপনি ভুল।


"ব্যখ্যার কোনো জিনিস আকিদার অংশ হতে পারে না।" - শায়েখ ইমাম হোসেন।

তাই কোনো ব্যখ্যা নিয়ে এসে যদি বলেন "এটা আকিদার অংশ।" তবে আপনার শিক্ষায় আপনি ভুল।


এই দুটো পযেন্ট double edged sword.

হয় বলবেন "এটা আকিদা। তাই বিশ্বাস না করলে কাফের।"
কিন্তু তখন আমি নিজে পড়ে কি বুঝলাম সেটাই আমাকে অনুসরন করতে হবে। আপনি বা আপনার আলেমরা কি বুঝলো সেটা না।

অথবা বলবেন "এটা আকিদা না।"
তখন আলেমদের ব্যখ্যা গ্রহন করার অনুমতি আছে।
কিন্তু গ্রহন না করলেও আমাকে কাফের বলার উপায় নেই। যেহেতু এটা আকিদা না।

21-Nov-2018 2:15 pm

Published
21-Nov-2018