সুন্নিয়তের অনুসারিদের মাঝে আরেকটা জিনিস দেখছি যে তারা ভয় পাচ্ছে তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।
১
বিভিন্ন প্লাটফর্মের ৩০০ সুন্নি উলামা মিলে সু্ন্নি-সম্মেলন করলেন। এর শ্রোতা সংখ্যার ছবি কমেন্টে। সেখানে বক্তাদের আশংকা এগুলো নিয়ে। যেমন, পীর সু্ন্নি। কিন্তু উনি একা ছাড়া ছেলেমেয়ে সবাই জামাতে ইসলামি। সুন্নিরা নিজেদের সন্তানদের পড়ান নন-সুন্নি মাদ্রাসায়।
ফোরাম, কমেন্টেও একই কথা "আমাদের এই এই কথার কারনে ছেলেরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে"।
২
কিন্তু উল্টো দিক থেকে চিন্তে করলে ২০০০ এর দিকে মনে হতো মূলধারা প্রায় সবাই সালাফি হয়ে গিয়েছে। অনলাইনে, আলোচনায় কেউ নিজেকে মাজহাবি পরিচয় দেবার মতো ছিলো না।
২০২০ এর কাছে এসে আবার উল্টো স্রোত।
৩
কিন্তু সুন্নিয়ত ছেড়ে চলে যাবার ট্রেন্ডটা দীর্ঘ।
৮০ এর দিকে দেখতাম দেশের প্রায় ৯০% সু্ন্নিয়ত পন্থি। এলাকার ইমাম থেকে আরম্ভ করে মুরুব্বি সবাই। আশেপাশের প্রতিবেশিদের ঘরে ঘরে বিভিন্ন কারনে প্রতি সপ্তাহে মিলাদ।
৪০ বছরে এই সিনটা পুরো উল্টে গিয়েছে।
- Comments:
-
- মানে জেনারেল নিউজের কথা জিজ্ঞাসা করছেন নাকি সুন্নিদের খবর?