Post# 1542706191

20-Nov-2018 3:29 pm


সুরা বাকারার একটা আয়াত : ... লা তাকুলু রাইনা, ওয়া কুলুনদুরনা...
যারা জানেন তারা জানেন।

সিন - ১
আলা-হযরত [আহমেদ রেজা খান বেরলভী] এর একটা কিতাব। ফতোয়া দেয়া আছে "রাইনা" বলা কুফরি। এই আয়াতের উপর ভিত্তি করে।

দ্বিতীয় কিতাব। একই লিখকের। উনি নিজে রাসুলুল্লাহ ﷺ কে বলছেন "রায়ি"।

সিন - ২
আব্বাসি সাহেবের ওয়াজ। বলছেন আলা-হযরতকে এর উপর কুফরি ফতোয়া দেয়া যায়।

সিন - ৩
আইনুল হুদা সাহেবের ভিডিও। এটা কভার করে, এর অনেকটাই সমর্থন করলেন, কিছু করলেন না।

সিন - ৪
আরেক শায়েখের ভিডিও। আইনুল হুদা সাহেবের "ভুল ব্যাখ্যার দাঁত ভাঙ্গা জবাব" দিলেন।

শুধু শেষ ভিডিওর লিংক দিলাম কমন্টে।

উপরে যে চার জনের নাম এসেছে সবাই সুন্নিয়াত পন্থি। বাহিরের কেউ না।

শিক্ষা?
কোরআন শরিফ পড়ে এর গভীর-সুক্ষ্ম-জটিল ব্যখ্যা বের করার দরকার নেই।
কিন্তু যারা বের করে, তাদের কুফরি ফতোয়া থেকে বাচারও সহজ কোনো উপায় নেই।

এটা লাইফ।

    Comments:
  • https://www.youtube.com/watch?v=1LMOTyk4768
  • কেন? নামবেন নাকি ফিল্ডে?
  • এই কমেন্টের স্ক্রিন শট নিয়ে রাখতাছি। পরে ফিল্ডে নামলে বলা যাবে সবই পূর্ব পরিকল্পিত। "মাকসুদুল হাকিম ভাইয়ের মুখোস উন্মোচন"।

20-Nov-2018 3:29 pm

Published
20-Nov-2018