Post# 1542655849

20-Nov-2018 1:30 am


আমাদের জিহাদি ভাইদের একটা কমন কোটেশন যে আব্দুল মালেক সাহেব তাদের সাথে একমত যে মুসলিম দেশগুলোর শাসকরা সবাই ত্বাগুত-কাফের। এর দলিল "ঈমান সবার আগে" বইটা :

"আল্লাহর বিরুদ্ধে কিংবা আল্লাহর উপাসনার পাশাপাশি তাগুতের উপাসনা বা আনুগত্য করা কিংবা তা বৈধ মনে করা, তদ্রুপ আল্লাহর দ্বীনের মোকাবেলায় বা তার সাথে তাগূতের আইন-কানুন গ্রহণ করা বা গ্রহণ করাকে বৈধ মনে করা সরাসরি কুফর ও শিরক।"

আজকে আর্টিক্যলটা পড়ে দেখলাম উনি আসলে কি বলেছেন :

"কেউ এমনটা করলে যদি নিজেকে অপরাধী মনে করে, অন্তরে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তাঁর রাসূল, তাঁর কিতাব, তাঁর বিধান ও শরীয়তের প্রতি ঈমান থাকে, আর তার উপলব্ধি এই থাকে যে, আল্লাহর বিধান অনুসারেই রাজ্য পরিচালনা করা ফরয, এতেই আছে কল্যাণ ও কামিয়াবি কিন্তু ঈমানী কমযোরি ও বুযদিলির কারণে আমি তা করতে পারছি না। তাহলে অন্তরে ঈমান থাকার কারণে এবং ঐ হারাম কাজে নিজেকে অপরাধী মনে করার কারণে তার উপর কাফির-মুনাফিকের হুকুম আরোপিত হবে না।"

এটাই হানাফি মত বলে আমি জানি ও মানি। উনার মত বাকি উালামাদের থেকে ভিন্ন কিছু না।

    Comments:
  • https://www.alkawsar.com/bn/article/886/
  • ^ বা এক গ্রুপের সবার একই কথা বলার কথা না। মানুষে মানুষে পার্থক্য আছে।

20-Nov-2018 1:30 am

Published
20-Nov-2018