Post# 1542606948

19-Nov-2018 11:55 am


মনে করেন একটা লোক হটাৎ দাবি করে বসলো :


"যারা সিগারেট খায় তারা কাফের।
দলিল কোরআন শরিফ থেকে এই আয়াত : ওয়ালা তুলকু বি আইদিয়াকুম ইলাত তাহলুকা।
এটা তৌহিদের অংশ। এবং সিগারেট খাওয়া আর মূর্তিপুজারির মাঝে কোনো পার্থক্য নেই।
সাহাবা কিরামদের যুগে এই ফতোয়া ছিলো না কারন তখন সিগারেট ছিলো না। পরবর্তিতে এসেছে।"


এখন আমি যদি উনার সাথে তর্ক করতে যাই, তবে আমাকে "সাগারেট খোর" ট্যগ দেবে।

"সিগারেটের জন্য এদের অন্তর যত কাদে, নির্যাতিত মুসলিমদের জন্য কাদে না।"
"এই সব সিগারেট-খোর, গাজা-খোর মডারেট মুসলিমরা ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছে!"
"(সার্কাস্টিসক টোনে) না কোনোটাতে কোনো সমস্যা নেই। সিগারেট খাই, গাজা খাই, মদ খাই কোনোটাই আপনার কাছে কোনো গুনাহ না, কি বলেন?"

আমি যদি বলি ভাই আমিও সিগারেট খাওয়াকে খারাপ মনে করি কিন্তু তৌহিদের ...

সংগে সংগে রিপ্লাই : "দেখেন বেক্কলে কয় কি? সিগারেট খাওয়া খারাপ কিন্তু কোনো গুনাহ না? মানে গাছেরটাও নিবেন আবার তলারটাও।"

"ইসলামে কোনো গ্রে জোন নেই। হয় সাদা নয় কালো।"


এই সব জায়গায় তর্ক করা কোনো সলুশন না।

"আপনাদের অবস্থান আমি জানলাম। এবং স্বিকার করি আপনাদের বিশ্বাস এই। অস্বিকার করছি না। তবে অধিকাংশ আলেমদের মতে সিগারেট খাওয়া কুফরি না, আমি এটা ফলো করি।"

তর্ক শেষ।

    Comments:
  • টাফ হবে। কারন হাই বাজেট [>$1m] বা গভারমেন্ট-টেন্ডার না হলে আমাদের কম্পানি রাজি হয় না। you probably will get better result with a mid level company. That was my guess. If you still wish to continue, I can send you our marketting dept address.
  • by the way, ভিডিওটা পুরানো হতে পারে। need to recheck. একটা de ja vu feeling আছে।

19-Nov-2018 11:55 am

Published
19-Nov-2018