"দলগুলোর পক্ষে"
১
নেগেটিভিটি বেশি হয়ে গিয়েছে। কিছু পজিটিভ না হলেই না।
দেশে বা পৃথিবীতে যে ইসলাম অনুসরনের হার গত ৪০ বছর ধরে বাড়ছে, এর একটা বড় কারন এই দলগুলোর পরিশ্রম।
যে দলই হোক। শিবিরকে আমি খারাপ মনে করতে পারি। এর পরও যে ছেলে শিবিরে ঢুকলো সে আগে নামাজ পড়তো না, এখন পড়ে।
ডঃ জাকির নায়েককে আমি অপছন্দ করতে পারি। এর পরও বহু লোক এখন উনার লেকচার শুনে দ্বিনের অনুসরনে যত্নশিল হয়েছে।
চরমোনাইকে আমি বিদায়াত মনে করতে পারি। বহু লোক এখন নামাজের জামাতের ব্যপারে যত্নবান, উনার মুরিদ হবার পর।
২
৪০ বছর আগে কোনো স্কুলের মেয়ে মাথায় উড়না দিয়ে স্কুলে যেতে পারতো না। শুনা কথা। মতিঝিল আইডিয়াল প্রথম উড়না চালু করে। এখন বেশির ভাগ স্কুলের ছাত্রীই হিজাব পড়ে।
এই ওয়াভটা আসছে এই দলগুলোর কার্যক্রম থেকে। কোনো দল ফেইল করে, কেউ সাকসেসফুল হয়। কিন্তু ফেইল করার আগ পর্যন্ত যতদিন যে দল দুনিয়াতে পরিশ্রম করে যাচ্ছে, তার একটা ভালো ইফেক্ট সমাজে রেখে যায়।
৩
এজন্য আমি কোনো দলের অত বেশি বিরোধি না।
যদি না তারা আপনাকে "সুইসাইড মিশনে" পাঠায়। কারন এর পর ভুল বুঝতে পারলেও দুনিয়াতে ফিরে এসে সংশোধনের আর উপায় নেই।
- Comments:
- আমি কোনোটাই পড়ি নি। তাই ঠিক বলতে পারবো না। তবে আমার আত্মিয় কেউ উপদেশ চাইলে বলতাম প্রথমে সংক্ষিপ্ত কোনো তফসির দিয়ে অরম্ভ করেন। যেমন তফসির জালালাইন। এর পর আরো বিস্তারিত কোনো তফসির যেমন ইবনে কাসির। শেষে আরো বিস্তারিত যেমন তাবারি। যদি তফসিরে আপনি সময় দিতে চান তবে।