Post# 1542481657

18-Nov-2018 1:07 am


মেইন স্ট্রিম মিডিয়া থেকে কোনো নিউজ শেয়ার করলে, নিউজটা যে দলের বিপক্ষে যায়, তারা কমেন্টে এসে চিল্লা চিল্লি আরম্ভ করে :

"এটা ঠিক না"
"আমি জানি সেটা"
"যাচাই না করে কোনো খবর ছাপাবেন না"
"মিথ্যা খবর ছাপিয়ে গুনাহর ভাগিদার হবেন না"
"এই স্টেটাস মুছে দিন"
এর সাথে আয়াতের কোটেশন "যদি তোমাদের কাছে কোনো ফাসেক..."


এদের কথার জবাব দেয়া সময়ের অপচয়।
ব্লক করে দেয়া কুইক সলুশন।

"তাদের কথায় ভুল কোথায়?"
ভুলটা ধরার মতো কমনসেন্স তাদের থাকা উচিৎ।

  • মিডিয়ার কথা যাচাই করার কোনো উপায় আমার নেই। আমি সাংবাদিক না।
  • কেউ প্রতিবাদ করলেই যে তার কথা ঠিক তা না। তাকে আমি চিনি না। সে নিজেও ফাসেক না এই প্রমান আমার কাছে নেই।
  • আমার কাছে তার কথা মিডিয়ার থেকে বেশি নির্ভর যোগ্য মনে করার কোনো কারন নেই।
  • তার দাবি মতো সকল মিডিয়া যে ফাসেক এমন প্রমানও আমার কাছে নেই।


    এই রকম উক্তির দাবিদাররা এক সময় বলতো "ফাসেক মিডিয়ার কথা বিশ্বাস করবেন না। মোল্লাহ ওমর বেচে আছেন।" সংগে আয়াতের কোটেশন ফাসেকের কথা বিশ্বাস করলে কি হয়।

    যতক্ষন না তাদের পছন্দের মিডিয়া বলা আরম্ভ করে "না উনি মারা গিয়েছেন বহু আগেই। আমরা স্ট্রেটেজির জন্য প্রকাশ করি নি।"

    এর পর ফাসেক কাকে ধরবো?
    আমি নিজেই?


    ব্লক করা সলুশন।

    তর্ক করা সলুশন না।
    বুঝানো সলুশন না।
    নিজেকে ডিফেন্ড করা সলুশন না।

    ফিতনার সময় যেহেতু।
    একা থাকতে হবে। একা চলতে হবে।

    কে ঠিক কে ভুল বুঝার উপায় নেই।
    আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।

    18-Nov-2018 1:07 am

  • Published
    18-Nov-2018