Post# 1542476734

17-Nov-2018 11:45 pm


তাসাউফের পথে বিচরনে "কিছুটা সুন্নি" হবার সুযোগ আছে কিনা দেখছিলাম।

ইউটুবে হানা দিলাম।

আইনুল হুদা সাহেবের রিসেন্ট লেকচার পেলাম। উনি নিজে বেরলভি ধারার।

উনি বলছেন :


রাসুলুল্লাহ ﷺ জিজ্ঞাসা করছেন,
"হে জিব্রিল তোমার বয়স কত?"
"জানি না কিন্তু আমার জন্মের সময় আকাশে একটা তারকা দেখেছি"
"সেই তারকা ছিলাম আমি।"

হাদিসটার তাহকিক উনি করেছেন।

বের করলেন। এই হাদিসের কোনো সূত্র নেই। কোনো হাদিসের কিতাবে নেই। শুধু তফসির রুহুল বয়ানে আছে কোনো সূত্র ছাড়া। বলা আছে ইমাম বুখারি বর্ননা করেছেন। কিন্তু ইমাম বুখারির কোনো কিতাবে এই হাদিস নেই।

ধাক্কা খেলাম - ১ম


রাসুলুল্লাহ ﷺ সর্বত্র হাজির নাজির কিনা? এটা সুরা আহজাবের একটা আয়াতের তফসির দিয়ে করা হয়। আরসালনাকা শাহিদাও....

উনি ১২৭০ হিজরি পর্যন্ত সমস্ত তফসিরের কিতাব দেখিয়ে বললেন কোনো কিতাবে এই ব্যখ্যা লিখা হয় নি।

ধাক্কা খেলাম - ২য়।


হাদিসে জাবির। লম্বা হাদিস। জাবির রা: কে রাসুলুল্লাহ ﷺ বলছেন প্রথম আল্লাহ তায়ালা যা সৃষ্টি করেছেন সেটা হলো আমার নূর। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস।

উনি বললেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এই হাদিস নেই। ভবিষ্যতে যদি এর নতুন কোনো কপি আবিষ্কার হয় তবে সেখানে খুজার জন্য অপেক্ষা করতে হবে।

ধাক্কা - ৩য়।

এর পরে "সুন্নি হবার" কি বাকি থাকে সেটা চিন্তা করছি।


এগুলো সহি না এটা সালাফি ঘরানার আলেমগন সব সময় বলে আসছেন। কিন্তু উনারা তো বলবেনই। ঐ পক্ষের মত কি সেটা শুনতে চাচ্ছিলাম। ঐ পক্ষের মত এর আগে পর্যন্ত সব সময় ছিলো এই হাদিসগুলো সঠিক।

হাদিসগুলো যারা আগে শুনেছে তারা জানেন এই হাদিস-তফসির গুলোর গুরুত্ব বেরলভি-রিজভি ধারায় কত বেশি। প্রায় পুরো আইডলজি এই হদিসগুলোর উপর ভিত্তি করে দাড়িয়েছে।


শুনলাম। এর পর কি বুঝলাম?

এক : হয় এই যে রেজভি-বেরলভি ঘরেও ফিতনা-বিভাজন আরম্ভ হয়েছে। কমেন্টে দেখলাম নিজ দলের কেউ কেউ গালাগালি করছে।

অথবা দুই : এই শিক্ষা আমাদের নেয়া উচিৎ যে, নিজ দলের, গুরুর বা উস্তাদের শিক্ষা নিয়ে বেশি লাফা লাফি তর্ক না করি।

হতে পারে উনাদের মত সময়ের সাথে সাথে বদলাবে।

17-Nov-2018 11:45 pm

Published
17-Nov-2018