মনে করেন কোনো আইডলজির অনুসারি তার তাকফির নিয়ে আপনার কাছে আসলো :
"যারা এই এই তারা সবাই কাফের!!! আপনি কি বলেন?"
এখন আপনার দুটো অপশন আছে :
১। হয় তার কথা না মেনে নিজে কাফের হবেন, এই গ্রুপের চোখে।
২। নচেৎ তার কথা মেনে নিয়ে দুনিয়ার ৯০% মুসলিমদের কাফের বলবেন।
দুটো থেকে একসাথে বাচার কোনো উপায় নেই।
হয় এটা নচেৎ ওটা।
Therefore choose wisely.
- Comments:
- ^ না। খবরে আসলে খবর উদৃত করা ছাড়া আমার যাচাই করার উপায় নেই এবং দরকার নেই। আমি সাংবাদিক যেহেতু না, তাই। সাংবাদিকরা যা বলে সেটাই খবর।
- ^ হানাফি মত লিখেছি। এটা সালাফি থেকে ভিন্ন। জাজাকাল্লাহ।
- من قال هلك الناس فهو أهلكهم সার্চ করে দেখেন
- পয়েন্ট হলো হানাফিতে এমন কিছু নেই যাতে ৯০% মুসলিমদের কাফের বলা যায়। সালাফিতে আছে। "আশারি-মাতুরিদি" দিয়ে আরম্ভ করতে পারেন। ৯০% মুসলিমই কাফের।
- I stick with what I said. য়দি আমি এমন কোনো মানদন্ড নিয়ে আসি যেটা দিযে মনে হয় দুনিয়ার বেশির ভাগ মুসলিম কাফের হয়ে গিয়েছে তবে সমস্যা আমার, তাদের না।
- অধিকাংশ সাধারন মুসলিম যারা এত গভীর জিনিস বুঝবে না, তারা দেখে শুধূ দুটো অপশন। একটা ১০% এর দল। অন্যটা ৯০% এর দল। এর মাঝ থেকে একটা তাদের চয়েস করতে হবে।