গতকাল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বৈঠকের স্বিদ্ধান্ত সমুহ :
১। বিশ্ব ইজতেমা স্থগিত :
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেছেন
"নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। একইসঙ্গে তাবলিগের জামাতের মধ্যে বিরোধও রয়েছে। এসব বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমার তারিখ আপাতত স্থগিত করা হয়েছে।"
২। জেলা ইজতেমা আর ওজাহাতি স্থগিত?
একইসঙ্গে তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি। মো. আনিছুর রহমান বলেন, এ মুহূর্তে কোনো জোড় ও ওজহাতি জোড় কিছুই করা যাবে না।
৩। দেওবন্দের "সত্যিকারের" অবস্থান জানতে ৬ জন যাচ্ছে দেওবন্দে।
বৈঠকে মাওলানা সাদের অনুসারীদের নিয়ে আলাদাভাবে আগামী ইজতেমা করার দাবি তুলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। যুক্তি হিসেবে দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের ব্যাপারে আগের অবস্থান থেকে ফিরে এসে বলেও তিনি দাবি করেন।
এ সময় আলোচনার পর সিদ্ধান্ত হয়, দারুল উলুম দেওবন্দের অবস্থান স্পষ্ট হতে প্রতিনিধি দল যাবে এবং দেওবন্দ অনুমোদন দিলে তারা আলাদা করে ইজতেমা করতে পারবেন।
সে সিদ্ধান্তের ভিত্তিতেই দারুল উলুম দেওবন্দ যাবে ৬ সদস্যের এ প্রতিনিধি দল।
৪। কারা যাচ্ছেন?
প্রতিনিধি দলে রয়েছেন,
মাহমুদুল হাসান,
ফরীদ উদ্দীন মাসঊদ,
হাফেজ যোবায়ের,
ওয়াসিফুল ইসলাম,
ধর্মসচিব
আওয়ামী লীগের ধর্ম সম্পাদক।
- Comments:
- ^ check news articles from today. what I wrote above are only news quotes, not typed by me, other than the titles and introduction.
- nops. that's wishful thinking. the meeting took place. and news are coming form many different sources. search keywords "টঙ্গীর বিশ্ব ইজতেমা স্থগিত"
- ^ I am counting it as another news source for me.
- A few news links
http://www.ittefaq.com.bd/national/2141/
http://www.ittefaq.com.bd/national/2141/ - https://www.jagonews24.com/national/news/463521
- ^ oops. sounds like more trouble ahead.