Post# 1542273601

15-Nov-2018 3:20 pm



বাবুনগরি স্ট্যন্ড নিয়েছেন। সামনে বিভাজনের দিকে কতটুকু যায় এটা দেখার বিষয়।

তবলিগের বিভাজনটা ছিলো ত্রিমুখি। এখানেও ত্রিমুখি হয় কিনা দেখার বিষয়।

এন্টি সনদ - মাইনরটি।
প্রো সনদ, কিন্তু এন্টি আওয়ামি - মেজরিটি।
প্রো-আওয়ামি - মূলতঃ নেতা, সুবিধাভোগি।


by the way,

প্রো-গভারমেন্ট হওয়াকে আমি খারাপ মনে করি না।

যুগ যুগ ধরে একের পর এক সরকার আসতে থাকবে আর মুসলিমদেরকে তার বিরোধিতা করতে হবে সোয়াবের আশায় -- এরকম নিয়ম নেই।

সরকারের বিরোধিতার একটা হাদিস কেউ কোট করলে, এর বিপরিতে ১০০ হাদিস আছে যেগুলোতে পক্ষে থাকার কথা আছে।


ফিতনার সময়।
একা পথ চলা ভালো। কোনো দলের সাথে পেক্ট না হয়ে।

    Comments:
  • ^ আছে। জামাত বিচ্ছিন্ন হয়ে চলা নিষেধ।
  • ^ নিজে নিজে বুঝে নিতে পারবেন। এর বাইরে প্রতি একটা লাইন যা আমি ব্যখ্যা করে বলবো, তার বিপরিতে ১০ টা প্রশ্ন-সন্দেহ আপনার মনে আসবে।
  • ^ মুশফিকুর রহমান স্যার।

15-Nov-2018 3:20 pm

Published
15-Nov-2018