১
বাবুনগরি স্ট্যন্ড নিয়েছেন। সামনে বিভাজনের দিকে কতটুকু যায় এটা দেখার বিষয়।
তবলিগের বিভাজনটা ছিলো ত্রিমুখি। এখানেও ত্রিমুখি হয় কিনা দেখার বিষয়।
এন্টি সনদ - মাইনরটি।
প্রো সনদ, কিন্তু এন্টি আওয়ামি - মেজরিটি।
প্রো-আওয়ামি - মূলতঃ নেতা, সুবিধাভোগি।
২
by the way,
প্রো-গভারমেন্ট হওয়াকে আমি খারাপ মনে করি না।
যুগ যুগ ধরে একের পর এক সরকার আসতে থাকবে আর মুসলিমদেরকে তার বিরোধিতা করতে হবে সোয়াবের আশায় -- এরকম নিয়ম নেই।
সরকারের বিরোধিতার একটা হাদিস কেউ কোট করলে, এর বিপরিতে ১০০ হাদিস আছে যেগুলোতে পক্ষে থাকার কথা আছে।
৩
ফিতনার সময়।
একা পথ চলা ভালো। কোনো দলের সাথে পেক্ট না হয়ে।
- Comments:
- ^ আছে। জামাত বিচ্ছিন্ন হয়ে চলা নিষেধ।
- ^ নিজে নিজে বুঝে নিতে পারবেন। এর বাইরে প্রতি একটা লাইন যা আমি ব্যখ্যা করে বলবো, তার বিপরিতে ১০ টা প্রশ্ন-সন্দেহ আপনার মনে আসবে।
- ^ মুশফিকুর রহমান স্যার।