একজনের ভিউ জানতে হলে তার কথা কোনো প্রতিবাদ না করে শুনে যাবার মতো ধর্য্য থাকতে হবে।
১
আমি ঘন্টার পর ঘন্টা একজন শিয়ার সাথে অনলাইনে আলোচনা করতে পারি। বা কোনো কাদিয়ানির সাথে। উত্তেজিত না হয়ে। কিন্তু আশে পাশের শ্রোতারা পারে না। দু জনের কথার মাঝে স্টেপ ইন করে গালাগালি আরম্ভ করে।
এই ধরনের মত জানার কোনো প্রয়োজন আছে সেটা বলছি না।
নিজের বিশ্বাস নিয়ে আমি সন্তুষ্ট।
কিন্তু যদি জানতেই চাই তবে উপরের শর্ত প্রযোজ্য।
২
তবে উদ্দেশ্য যদি হয় তাকে জানা না, বরং "তার ভুলগুলো সংশোধন করা" "তাকে বুঝানো" তবে অন্য হিসাব।
আর সাইলেন্টলি শুনে যাবার অন্য বিপদ আছে। সে মনে করবে আপনি তার পক্ষে। আপনাকে নিজের দলে আনার চেষ্টা করবে "আপনি বুঝতে পারছেন তো?" "আমার কথা ঠিক না?" যদি বলেন হ্যা তবে আপনি শেষ।
৩
এজন্য সবকিছু জানার দরকার নেই। প্রয়োজনীয়টুকু হলেই হলো।
কিন্তু আরেকজনের প্রয়োজন কি সেটা তার উপর ছেড়ে দিন।
আপনি কোনটা অপ্রয়োজনীয় মনে করেন সেটা তার উপর না চাপিয়ে।