Post# 1542135789

14-Nov-2018 1:03 am


"সংখ্যা হকের মাপকাঠি কিনা?"

এই ব্যপারে দলগুলোর মতামত পেন্ডুলামের মতো দুলে। যখন সংখ্যাটা কারো বিপক্ষে থাকে তখন এটা "হকে মাপকাঠি না"। পক্ষে থাকলে মাপকাঠি।


যেমন আমাদের জিহাদী ভাইরা। সংখ্যায় কম ছিলো। তাদের ফ্রিকুয়েন্ট কমেন্ট ছিলো কোরআন শরিফে "অধিকাংশ"-কে খারাপ বলা হয়েছে। বেশি সংখ্যার কোনো প্রসংশা নেই।

ভালো। এর পর যদি আমি কিছু ব্যপারে কিছু বলতাম তখন তাদের কথা : "আপনার এই কথা জমহুর উলামাদের সাথে মিলে না।"

ভাইরে জমহুর যে ঠিক না এটা তো আপনাদের বিশ্বাস ছিলো। নাকি ভুল বুঝেছি?


তবলিগেও তাই। "জমহুর" উলামাদের বিপক্ষে। কেউ কেউ আমাদের সেই জিহাদী ভাইদের কথাগুলো কপি করে পোষ্ট করে।

যতক্ষন না চলতি দ্বন্ধে তাদের কাছে ইজতেমার লোকসংখ্যা হয়ে যায় হকের মাপকাঠি। জমহুরের পক্ষে দলিল।

    Comments:
  • //আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু'র কথা মনে পড়ে গেলো।//

    এ ধরনের কোটেশন ভেরিফিকেশন ছাড়া মিসগাইডেন্স। নিজের পক্ষে যুক্তি দেখানোর জন্য বড় বড় সব কথা বাদ দিয়ে খুজে নিজের পছন্দমত অউট অফ কনটেক্সট কোনো কোটেশন বের করে সেটা প্রচার করে লোকদেরকে নিজের পক্ষে আনার চেষ্টা একটা কমন টেকনিক।

14-Nov-2018 1:03 am

Published
14-Nov-2018