Post# 1542114168

13-Nov-2018 7:02 pm


প্রো-ইজরাইল যুক্তি যেটা গত কয়েক মাসে কিছু আরব-স্কলার এবং প্রো-গভ থেকে শুনছি :

১। জেরুজালেমের মালিক ইজরাইলিরাই। সুরা বাকারায় বলা আছে। তালুত-জালুত এর ঘটনা দ্রষ্টব্য। তাই ইজরাইল রাষ্ট্র কোরআন শরিফ দ্বারা স্বিকৃত।

২। "ইজরাইল নামে কোনো রাষ্ট্র নেই" এই কথাটা ভুল। কারন ইজরাইল নামটা কোরআন শরিফে বার বার এসেছে। বরং পেলেষ্টাইনের নাম কোরআন শরিফে একবারও নেই।

ছবি, মিশরের ক্লাস থ্রির পাঠ্য বই। যেখানে বলা হয়েছে "জেরুজালেম ইজরাইলের রাজধানী"।

ইজরাইলের রাজধানী তেলআবিব। জেরুজালেম ইজরাইল দখল করেছে জর্ডানের কাছ থেকে ৬৭ সালে। এবং আন্তর্জাতিক আইন মোতাবেক ১৯০০ সালের পর থেকে যুদ্ধ করে এক দেশের অংশ অন্য দেশ দখল করলে, যুদ্ধ শেষে সেটা ছেড়ে চলে যেতে হবে। নিজের দেশের অংশ করতে পারবে না।

সংক্ষেপে,
মুসলিমরা : জেরুজালেমের মালিক ফিলিস্তিনিরা। ইজরাইলের এটা কোনো অংশ না।

ইহুদিরা : ইজরাইলের রাজধানি জেরুজালেম।

13-Nov-2018 7:02 pm

Published
13-Nov-2018