Post# 1542103467

13-Nov-2018 4:04 pm


আজকে পেলেষ্টাইন থেকে ইজরাইলে রকেট হামলা হয়েছে। ২০০-৩০০। আগের হামলাগুলোতে ক্ষয়ক্ষতি যাই হোক না কেন এবার সিগনিফিকেন্ট মারা গিয়েছে। সবগুলো সেনা। ভিডিও আরবী আইডিগুলোতে ভরা। আগে কেউ মরতো না, বা মরলেও দুই একজন সিভিলিয়ান।

ইজরাইল এটা হজম করবে না। এমনি পরিস্থিতি আগে থেকে গরম ছিলো।

উল্লেখ্য এবার পেলেষ্টাইনিরা সরকারি সিমপেথি পাবে না। আরবদের সব সরকার ইজরাইলের পক্ষে।

এমবিএস বাদ দিলাম। কিছু দিন আগে ওমানের বাদশার সাথে ইজরাইলের প্রেসিডেন্ট হেন্ডশেক করে এসেছে ওমানে গিয়ে। এর ছবি পত্রিকায়। জর্ডান শান্তি চুক্তি করে বিশাল এক এলাকা ইজরাইলকে লিজ দিয়ে রেখেছে ৩০ বছর আগে "ভাতৃত্বের বন্ধনের নিদর্শন হিসাবে।" আর মিশরের কথা আমরা সবাই জানি।

সাইডে ইরান ছিলো ইজরাইলের বড় ভয়। কেন সেটা জানি না যদিও। ১ সপ্তাহ আগ থেকে ইরানে ইতিহাসের সবচেয়ে বড় অবরোধ চালু করেছে আমেরিকা।

    Comments:
  • কিন্তু মার্কেটিং দরকার কেন? সরকারি বেসরকারি সব হাতপাতালে ১০ বছর আগেও দেখতাম এত ভিড় যে দাড়ানোর জায়গা থাকতো না। ভর্তি হওয়া তো দূরের কথা।
  • Appreciate your work. Keep up. দোয়া রইলো।

13-Nov-2018 4:04 pm

Published
13-Nov-2018