Post# 1541818606

10-Nov-2018 8:56 am


নিয়ম ছিলো হানাফিরা তকলিদ করবে, আলেমদের অনুসরন।
সালাফিরা কোরআন হাদিস পড়ে নিজে নিজে ফিকাহ বের করবে।


সমস্যা : "আকিদার ব্যপারে তকলিদ নেই"
হানাফি-সালাফি দু পক্ষের একই মত।

মানে বুঝলাম : কোরআন হাদিস পড়ে আমি আকিদা গত ব্যপারে যা বুঝি আমি সেটা অনুসরন করবো।

ফেসবুকের বড় ভাইরা বড় বড় দলিল দিয়ে যা বলে সব পরিত্যজ্য। এগুলোর কোনো দাম আমার কাছে নেই। তার দলিল তার জন্য। কারন আকিদার ব্যপারে তকলিদ নেই।

ঠিক বুঝলাম তো?


এখন আকিদা বলতে শুধু "আমানতু বিল্লাহি ওয়া ..." বুঝালে সমস্যা ছিলো না। কিন্তু সালাফিতে আকিদা আরো অনেক।

"আল-আলা ওয়াল বারাআ"
"কুফর বিত তাগুত"
"ইস্তেওয়া"

সবই আকিদা।

এসব ব্যপারে আমি যা বুঝি সেটাই আমাকে অনুসরন করতে হবে। আমার থেকে বড় আলেমরা কি বুঝলো সেটা না। যেহেতু তকলিদ নেই।


এখন আমি যদি বড় আলেমদের উল্টো বুঝি, তবে উনাদের চোখে আমি কাফের হবো, কারন "আকিদার ব্যপার"।

কিন্তু এর পরও উনাদের কথা আমি মানতে পারবো না কারন, ঐ একই - "আকিদার ব্যপার"। তকলিদ নেই।

এ সমস্যার আপাতঃ স্পষ্ট কোনো সমাধান দেখছি না।

10-Nov-2018 8:56 am

Published
10-Nov-2018