Post# 1541723111

9-Nov-2018 6:25 am


কয়েকটা জটিল প্রশ্ন। যেগুলো মাঝে মাঝেই কভার করার চেষ্টা করি।
কিন্তু কখনো ডেফিনিটিভ কংক্লুশনে পৌছতে পারি না।

১। পরাজয় না-হক হবার দলিল কিনা?

২। নেতা যদি পথ ভ্রষ্ট হয় এর পরও ঐক্যের খাতিরে কতদূর পর্যন্ত তার সাথে থাকতে হবে?

৩। কতটুকু পর্যন্ত কোরআন হাদিস "প্রত্যেকে নিজে যা বুঝে" সেটা অনুসরন করতে হবে, এবং কোন দাগের পর থেকে আলেমদের কথা শুনতে হবে?

এই প্রশ্নগুলোর জবাব পাবার এখনই হাই-টাইম। সামনের ফিতনা এই প্রশ্নগুলোকে ঘিরে আবর্তিত হতে থাকবে বলে আমার বিশ্বাস।

9-Nov-2018 6:25 am

Published
9-Nov-2018