কয়েকটা ফতোয়ার জন্য অপেক্ষা করছি :
১
মাও: আব্দুল মালেক সাহেবের থেকে মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া জায়েজ কিনা তার উপর। "সরকারি হুকুম" "চাপে পড়ে" "বাধ্য হলে" এই ধরনের কথাগুলো ফতোয়াতে থাকলেও চলবে। যেটা প্রয়োজন সেটা হলো একটা সমাধান।
২
কওমি বোর্ড থেকে। তারা সরকারী নির্দেশনা মেনে নিয়ে মাদ্রাসাগুলোকে কি করতে নির্দেশ দেয় সেটা। আশা করছি কিছু দিনের মাঝে এটা চলে আসবে।
৩
"গনতন্ত্র কুফর" হলে দেশে যারা গনতন্ত্রের পক্ষে কাজ করছে তাদের কাফের বলা যাবে কিনা সে ব্যপারে মাওলানা মনসুরুল হক সাহেবের কাছ থেকে একটা সরাসরি ফতোয়া।
- Comments:
- এগুলো আমি যেচে পড়ে উনাদের জিজ্ঞাসা করছি না। উনারা যদি কোনো কারনে দেন, তবে জানবো। এতটুকু।