Post# 1541589218

7-Nov-2018 5:13 pm


কয়েকটা ফতোয়ার জন্য অপেক্ষা করছি :


মাও: আব্দুল মালেক সাহেবের থেকে মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া জায়েজ কিনা তার উপর। "সরকারি হুকুম" "চাপে পড়ে" "বাধ্য হলে" এই ধরনের কথাগুলো ফতোয়াতে থাকলেও চলবে। যেটা প্রয়োজন সেটা হলো একটা সমাধান।


কওমি বোর্ড থেকে। তারা সরকারী নির্দেশনা মেনে নিয়ে মাদ্রাসাগুলোকে কি করতে নির্দেশ দেয় সেটা। আশা করছি কিছু দিনের মাঝে এটা চলে আসবে।


"গনতন্ত্র কুফর" হলে দেশে যারা গনতন্ত্রের পক্ষে কাজ করছে তাদের কাফের বলা যাবে কিনা সে ব্যপারে মাওলানা মনসুরুল হক সাহেবের কাছ থেকে একটা সরাসরি ফতোয়া।

    Comments:
  • এগুলো আমি যেচে পড়ে উনাদের জিজ্ঞাসা করছি না। উনারা যদি কোনো কারনে দেন, তবে জানবো। এতটুকু।

7-Nov-2018 5:13 pm

Published
7-Nov-2018