জুনায়েদ বাগদাদি। একদিন রাতে।
নামাজে দাড়ালেন -- তাহাজ্জুদের আনন্দ পাচ্ছে না।
বিছানায় শুলেন -- ঘুম আসে না।
বসে পড়লেন -- ভালো লাগছে না।
ঘর থেকে বেরিয়ে রাস্তায়। হাটবে।
এক লোক কম্বল মুড়ে শুয়ে আছে রাস্তায়। পায়ের শব্দ শুনে উঠে বসে।
বলে : "হে আবুল কাসেম। আমার কথা একটু শুনুন।"
"তুমি তো জানতে না আমি এখানে আসবো?"
"আমি আল্লাহ কাছে দোয়া করেছিলাম যেন উনি আপনার মন আমার দিকে ধাবিত করেন।"
"তোমার ইচ্ছা আল্লাহ পুর্ন করেছেন। বলো কেন ডাকছিলে?"
"জানতে চাই, নফসের রোগ হলে এর চিকিৎসা কি?"
"নফসের বিরুদ্ধে চলা। নফসের কষ্ট হয়। কিন্তু এটাই তার চিকিৎসা।"
লোকটা হাটতে হাটতে চলে গেলো।
নিজের নফসকে বলছিলো "তুই বার বার এটা জানতে চাচ্ছিলি। আমি বারবার একই জবাব দিচ্ছিলাম। তুই মানলি না। চাইলি জোনায়েদের মুখে শুনবি। শুনলি তো?"
জুনায়েদ বলেন : ঐ লোক কে আমি জানি না।