Post# 1541264101

3-Nov-2018 10:55 pm


"Follow the rule book" বলে একটা কথা আছে। অক্ষরে অক্ষরে করা।


ফিতনা হলে সিমান্তে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে -- গেলো তুরস্ক সিমান্তে।

আমিরকে বায়াত দিয়ে যেতে হবে আমির ভালো হোক বা মন্দ -- করলো।

পথে কুফার গভর্নর তার পথ রোধ করে বললো "খলিফার হুকুম নামা, তোমাকে আমার সাথে কাজ করতে হবে।" -- করলো।

রাসুলুল্লাহ ﷺ এর নাতি হোসেন রা এর সাথে নেগোশিয়েশন করতে হবে -- করলো।

গভরনর হুকুম দিলো শর্ত মানি না - যুদ্ধ করো। কিন্তু সে হোসনে রা: কে হত্যা করবে না কোনো অবস্থাতেই। এতটুকু বিবেচনা আছে।

গভর্নর তার দলের সাথে দুই জন ঘাতক দিয়ে দিলো যারা করলো।


"Following the rule book" এখন সে ঐ দলের নেতা যারা হোসেন রা: এর হত্যা কারী। আখিরাতে উনার হত্যাকারীদের কাতারে দাড়াতে হবে। মুসলিম বিশ্বে সবচেয়ে ঘৃন্য মানুষ।

অনেক পরে প্রতিশোধের জামাত আসলো। বললো সেই সেনাপতি কোথায়?

"সে তো ঐ ঘটনার পরে দুনিয়াদারি ছেড়ে দিয়েছে। শুধু কান্না করে, তৌবা করে। একা একা ইবাদত করে।"

বললো, সে যত বড় সুফি হোক, "তাকে নিয়ে আসো" এর পর হাত পা কেটে হত্যা করা হলো।


Follow the rule book তাকে দুনিয়া আর আখিরাতের ধ্বংশ থেকে বাচাতে পারে নি।

এখানে আরো ফেকটর প্লে করে।

    Comments:
  • গল্পটা লিখা হয়েছে youtube এ ইয়াসির কাজি যেভাবে উপস্থাপন করেছেন সেটা শুনে। এই গল্পের হাজারো ভেরিয়েশন থাকতে পারে। ইন্টারপ্রিটেশন।

3-Nov-2018 10:55 pm

Published
3-Nov-2018