কিছু ফলোয়ার আছে একদম সহজ সরল।
১
কিছু বললে ধরতে পারে না। কমেন্ট করতে থাকে।
সফট টোনে তাকে কিছু বললে বুঝে না।
সরাসরি বললে এটা হয় "অহংকার"। সে কষ্ট পায়।
তার নিজের কিছু শিক্ষা আছে সেগুলো রিপিট করতে থাকে।
কমেন্ট মুছে দিলে। বার বার করতে থাকে।
তাকে ব্লক করে দিতে খারাপ লাগে। তার দোষ নেই। সে খারাপ না। আমাকে পছন্দ করে।
তাকে ইগনোর করলে প্রতিটা স্টেটাসে সে কমেন্ট করতে থাকে। কোন কথা ঠিক কোনটা ভুল ব্যখ্যা করে। সংশোধনের জন্য।
২
আমার কোনো ষ্টেটাসই তার জন্য না। সরাসরি বা সহজ ভাষায় কিছু বলি না যেহেতু।
তার শিক্ষা নিয়ে সে থাকতে পারে। আমি তাকে ভ্রান্ত মনে করি না। তাকে আমার "দলে" বা পক্ষে আনার কিছু নেই যেহেতু।
তাই তাকে ব্লক করে দেয়াটা জাষ্টিফাইড মনে হয়।
জিনিসটা খারাপ লাগলেও।