ছেলেটা একদম হকের পক্ষে। না-হকের সাথে কোনো কম্প্রোমাইজ নেই।
১
তার বাপ আর মায়ের মাঝে প্রচন্ড দ্বন্ধ। বাপ জালেম। মাকে মারে। ছেলেটা তার বাপকে সারা জীবন ঘৃনা করে এসেছে। না-হক সে সহ্য করতে পারে না।
ছেলেটার অর্ধেক জীবনে তার বাপ মারা গেলো। সে জানলো দোষ তার বাপের ছিলো না। বরং তার মা খুব "সৎ" ছিলো না। মা বেচে আছে। কিন্তু এখন সে মাকে ঘৃনা করে।
২
ছেলেটার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যর্থ।
যদিও সে না-হকের সাথে কখনো কমপ্রোমাইজ করে নি।