"আপনি একটা হাদিসের আংশিক দিয়েছিলেন, পুরোটা যদি দিতেন।"
১
মনে করেন দিলাম।
"রেফারেন্স? কোন কিতাবে আছে?"
দিলাম।
"এটা কি সহি?"
ব্যখ্যা করলাম এটা কতটুকু সহি বা সন্দেহ আছে। সন্দেহ যোগ্য হলে কোট করলে সমস্যা আছে কিনা নেই। কোন কোন দলের সমস্যা আছে কোন দলের সমস্যা নেই।
"হাদিসটা বুঝতে পারছি না। একটু যদি ব্যখ্যা করতেন।"
ব্যখ্যা করলাম।
"কিন্তু এটা তো ঐ সময়ে হয়েছে। এর সাথে সেটা মিলান কি করে?"
ব্যখ্যা করলাম আমি কি চিন্তা করি।
"এই সব বিষয়ে আমি খুবই ইন্টারেষ্টেড। একটু খোলাসা করে যদি সব বলতেন।"
খোলাসা করে সব বলা আরম্ভ করলাম।
আশে পাশে থেকে বহু ফলোয়ার জুড়ে গেলো। ইন্টারেষ্টিং বিষয় যেহেতু।
ফলোয়ারদের বড় ভাইরা গেলো ক্ষেপে। বড় ভাইরা আসলো আমার আইডিতে। "আমার মুখোশ উন্মোচন" করার জন্য।
তাদের হট্টগোলো শুনে, ট্যগ ফলো করে আরো ফলোয়ার। আরো তর্ক। ফোরামে ফোরামে আলোচনা। গ্রুপিং লবিং।
২
আচ্ছা, এত কেওয়াস কেন লাগলো ভাই?
আপনি একটা হাদিসের শুধু হিন্টস এ খুশি ছিলেন না।
পুরোটা শুনতে চাচ্ছিলেন তাই।
- Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10155896124198176
- ইচ্ছে করে সেটাকে অনেক ইনডাইরেক্টলি/ডাবলস্পিক করে লিখতে হয়েছিলো কারন সরাসরি লিখলে সমস্যা। :-)