প্রশ্ন হলো নেগেটিভ লোকদের নিয়ে কি করবেন?
যারা আপনাকে সরল পথ থেকে সরিয়ে পথ ভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লাগে? যাদের ইলম ও যুক্তি অনেক। কিন্তু এই ইলাম দিয়ে তারা অন্যদের কাফের প্রমানে পূর্ন শক্তি ব্যয় করে? যারা ঘন ঘন কোরআনের রেফারেন্স দেয়, কিন্তু কোরআন তাদের কন্ঠ থেকে নিচে নামে না। অন্তরের দিকে যায় না? রাসুলুল্লাহ ﷺ যেরকম বলে গিয়েছিলেন।
পথ চলায় এদের সংগে রাখলে তারা আপনাকে পথ ভ্রষ্ট করবে। যেমন পথ চলায় কোনো নাস্তিককে সংগে রাখলে সে আপনার প্রতিটা কাজের সমালোচনা করে আপনাকে পথভ্রষ্ট করবে। যদিও আপনি জানেন তার ধর্ম আপনি অনুসরন করেন না।
মাঝে মাঝে চলার পথের সংগি দরকার। কিন্তু দেখতে হয় কাকে আমি সংগি করছি। কারন মানুষ তার বন্ধুদের দ্বীনের উপর থাকে।