মনে করেন কোনো একটা আয়াতের উলামারা পাচটা ব্যখ্যা করেছেন। এর একটা ব্যখ্যা নিয়ে এই দাবি করা যায় না "এই একটা ব্যখ্যা আকিদার অংশ, যে এই ব্যখ্যা মানবে না সে কাফের।"
১
আকিদার ব্যপারগুলো একসময় "আমানতু বিল্লাহি, ওয়া কিতাবিহি, ওয়া রুসুলিহি..." এসবে ছিলো। এখন প্রতিটা দলই এর সাথে আরো কিছু জোড়া দিয়েছে।
যখন কেউ দেখে কোনো একটা কিছু শুধু তাদের দলই বিশ্বাস করছে অন্যরা না, তখনই সেই বিশ্বাসকে দলিল দিয়ে "আকিদার অংশ" ঘোষনা করে ফেলে। এর পর ঐ বিশ্বাস যারা করে না তারা কাফের। যেহেতু আকিদার ব্যপারে কোনো ছাড় নেই। মানুষ যেন কুফরির ভয় পেয়ে তাদের পক্ষে চলে আসে।
২
এখন এই সময়ে বহু দলের বহু বিশ্বাস আছে যেগুলো তাদের আকিদার অংশ হয়ে গিয়েছে। সবগুলোতে বিশ্বাস করে নিজেকে বাচিয়ে চলতে পারবেন না। কারন কিছু বিশ্বাসের দাবি হলো আপনাকেও তাদের সাথে যোগ দিয়ে অন্যদেরকে কাফের ঘোষনা দিতে হবে। নয়তো আপনিও কাফের।
সমাধান হলো সব দলের কয়েকটা কুফর ফতোয়া ঘাড়ে নিয়ে চলার অভ্যাস করা। প্রথম দিকে কিছু খারাপ লাগবে। কিন্তু আস্তে আস্তে সয়ে আসবে। এর কোনো বিকল্প নেই। সব নৌকায় পা দিয়ে আপনি চলতে পারবেন না। আমি চেষ্টা করে দেখেছি।
৩
আল্লাহ তায়ালা যেন হাশরের ময়দানে আমাদেরকে লাঞ্চিত না করেন।