Post# 1522262350

29-Mar-2018 12:39 am


আমার লেপটপে ( Y ) লিখলে ফেসবুক একে 👍 থাম্বস আপ ইমোটিকন করে ফেলে এবং ব্রাউজারে থাম্বস আপ 👍 দেখায়।

কিন্তু ফেসবুকের মোবাইল এপে ( Y ) হিসাবেই দেখায়।

এটা অনেক বেশি ব্যববার করা আরম্ভ করলাম। এক ভাই কমেন্টে প্রশ্ন করলেন "ভাই আপনি ( Y ) লিখেন যে, এর অর্থ কি?"

কিন্তু ঐ ভাইয়ের কমেন্টের প্রশ্নের ( Y ) আমার লেপটপে থাম্বস আপ হিসাবে রেন্ডার হয়।

তাই কমেন্টটা আমি পড়ি এই ভাবে "আপনি 👍 লিখেন যে এর অর্থ কি?"

চিন্তা করলাম উনি তো দেখতেই পারছেন এটা থাম্বস আপ! আমাকে আবার জিজ্ঞাসা করছে কেন? কিছু জবাব দেই নি।

উনি কষ্ট পান। সম্ভবতঃ মনে করেন আমি উনাকে ইগনোর করছি।

পরে মোবাইলে দেখতে গিয়ে দেখি উনার প্রশ্নটা ভেলিড ছিলো। আমার আন্ডারস্টেন্ডিং ভুল।

একটা ছোট এক্সপেরিয়েন্স। Social skills and behavior.

    Comments:
  • ^ প্রথমতঃ ক্যেমিক্যল দিয়ে ডিমের মত কিছু তৈরি করা যায় যেটা দেখলে ডিম মনে হবে। এমন কিছু আবিষ্কার হয়েছে বলে খবরে আসে নি।

    দ্বিতীয়তঃ ঐ সব ক্যমিক্যলের মিশ্রন ডিমের মত সিদ্ধ করার আগে নরম থাকবে, এবং শিদ্ধ করলে শক্ত হবে -- এটা করা খুবই চ্যলেঞ্জিং একটা কাজ হবে।

    তৃতীয়তঃ ক্যমিক্যল দিয়ে সেই ডিম তৈরি করে, এর পর গোপনে বাংলাদেশে আমদানি করে প্রতি পিস ৫ টাকায় বিক্রি করে তারা লাভ করতে পারবে না।

29-Mar-2018 12:39 am

Published
29-Mar-2018