খবর : "বেসরকারি হাসপাতালে অপারেশন, একদিনে চোখ হারালেন ২০ জন!"
চুয়াডাংগার খবর। রাজধানীতে না। এর কারন সার্জিক্যল ইন্ট্রুমেন্টে ব্যকটেরিয়াল ইনফেকশন ছিলো তাই।
বড়লোকদের বলবো চোখের অপারেশনের জন্য এই দেশের হাসপাতাল ক্লিনিকগুলোতে না গিয়ে ব্যংকক সিংগাপুরে যেতে।
(+)
বিদেশে ডেন্টিস্টদের রেট বেশি বলে প্রবাসি যারা এই দেশে এসে ডেন্টিস্ট্রি করান, তাদের জন্য:
এখানে ডেন্টিস্টদের ইকুইপমেন্ট প্রেকটিক্যলি কোনো ডিসইনফেক্ট করা হয় না। আগের রোগির দাতের পিন খুলে পরের রোগির উপর ব্যবহার। আগের রোগীর স্কেলিংয়ের ছুরি কিছু পরিষ্কার করে পরের রোগির উপর।
এইডস ধরবে না ইনশাল্লাহ। কারন এই দেশে এইডস নেই। কিন্তু হেপাটাইটিস ধরতে পারে। মিশরে হেপাটাইটিসের সি এর প্রধান উৎস ছিলো ডেন্টিসটরা।
সাধু সাবধান।
- Comments:
- http://saradin.net/letest/37368