RIP নিয়ে আপত্তিটা আমার কাছে অদ্ভুত মনে হয় :
১
একজন খৃষ্টান মারা গেলো। পোষ্টে লিখলাম RIP. পোলাপাইনদের প্রতিবাদ দিয়ে কমেন্ট ফ্লাডেড, "আপনি মুসলমান না? কেমনে এইখানে RIP লিখেন?"
কইলাম অকে। মুইছা দিলাম।
এর পর একজন মুসলিম মারা যাবার পর লিখলাম RIP. সংগে সংগে প্রতিবাদি কমেন্ট, "আপনে মুসলমান না? এইখানে RIP লিখেন কেমনে?"
২
আরে ভাই RIP একটা এব্রিভিয়েশন বা ওয়ার্ড। এর অর্থ আপনি কি নিবেন এটা আপনার ব্যপার। আমি কি নেবো সেটা আমার ব্যপার। এতো প্রতিবাদের কি হলো বুঝি না?
RIP হতে পারে Rest in peace. শান্তিতে থাকেন। বা Get ripped in hell. জাহান্নামে তোকে ছিন্ন-ভিন্ন করা হোক।
৩
"ভাই এই সব না লিখে স্পষ্ট করে ভালো জিনিস লিখলেই তো হয়।"
মাঝে মাঝে ট্রল করতে মুঞ্চায়। তাই। :-)
টেকনিক্যলি অন্য কেউ যদি কারো মৃত্যুতে RIP লিখে আমি এটার কোনো প্রতিবাদ করি না। তাকে খারাপও মনে করি না। এই সব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাই না।
ফ্রেন্ড-ফলোয়ার লিষ্টে কয় জন এই সব টুক টাক বিষয় নিযে মাথা ঘামায় সেটা মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে। তাই :-)