যে কারনে মোবাইল কোর্ট কোনো হোটেলকে জরিমানা করলে, আমি ধরে নেই সেটা ভালো হোটেল :
মনে করেন কোনো হোটেল আপনি চালান। একটা মাছ পচা পেয়ে সরিয়ে রাখলেন, রান্না না করে।
কিছুক্ষন পরে মোবাইল কোর্ট এসে আপনাকে ৩০ লক্ষ টাকা জরিমানা করবে আপনার রান্নার ঘরে পচা মাছ পাওয়া গিয়েছে বলে।
সেটা রান্না করে ফেললে কেউ জরিমানা করতো না।
এখানে উল্লেখ্য যে মেজিস্ট্রেটদের উদ্যেশ্যে এই থাকে না যে পচা মাছ যারা রান্না করে তাদের ধরবে। উল্টো তাদের উদ্দ্যেশ্য থাকে ___<সেন্সরড>____।
তাই মোবাইল কোর্টের অভিযান এত লক্ষ জরিমানা। হোটেলটা ভালো এবং হোটেলের ম্যনেজার সহজ সরল। ম্যজিস্ট্রেটরা কি চায় সেটা সে এখনো বুঝে না।
সামনে রমজান ঈদ আসছে। এই ব্যবসা অনেক বাড়বে। অনেক খবর আসবে।