Post# 1522225840

28-Mar-2018 2:30 pm


প্লাসটিকের ডিম আর প্লাসটিকের চাল।

একের পর এক খবর হচ্ছে এখন। হুজুগ আবার চাগিয়ে উঠেছে যেহেতু।

ভুয়া খবর এগুলো। অতি সন্দেহভাজন ব্যক্তিদের আতংক। এই প্রমান, ঐ প্রমান, এই পত্রিকার খবর, আর টিভির খবর যত কিছুই অপনি শেয়ার করুন না কেন।

প্লাসটিকের চাল ভাতে বাড়বে না। ২ ঘন্টা সিদ্ধ করলেও চাল থাকবে। কারন প্লাসটিক সিদ্ধ করলে ফুলে না।

প্লাসটিকের ডিম কাচা অবস্থায়ও শক্ত থাকবে। কারন প্লাসটিক তরল না। নরমাল তাপমাত্রায় প্লাসটিক শক্ত থাকে। সে কারনে যে ডিম সিদ্ধ করার আগে তরল, এবং সিদ্ধ করার পরে শক্ত হয় সেটা মুরগির ডিম।

কমন সেন্স ভাই।

প্লাসটিকের ডিম তৈরি করা যাবে। কিন্তু দাম পড়বে আসল ডিমের থেকে বেশি। এটা যখন তৈরি হবে তখন আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে খবর আসবে। ফেসবুক বা টুইটাটারের রেফারেন্স দিয়ে লোকাল পত্রিকা চ্যনেলগুলোর খবরে না।

Fake news.

28-Mar-2018 2:30 pm

Published
28-Mar-2018