চারদিকে এত মত পথ এবং প্রতি বছর বছর যেভাবে এক্সপোনেনটিএলি বাড়ছে তাতে এগুলো নিয়ে আলোচনা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে।
বরং এখন ফোকাস দিতে হবে এর মাঝে সার্ভাইভাল টেকনিকের দিকে।
১
কে কোন মত পথে আছে সেটা নিয়ে বিচলিত না হওয়া।
As long as, সে নামাজ পড়ে। কোনো একটা দলের ঢুকে যে সে নামাজ ধরেছে তাতেই খুশি হওয়া উচিৎ। যে দলেই ঢুকুক।
২
নিজের উপর কোনো দলের কুফর ফতোয়া দেখে উতলা না হওয়া।
এটা বুঝতে হবে মিডেল গ্রাউন্ড সবজায়গায় নেই। এই দলের কুফর ফতোয়া থেকে বাচলে ঐ দলের ফতোয়ায় পড়তে হবে। তাই ঘাড়ের উপর বেশ কয়েকেটা কুফর ফতোয়া নিয়েই চলা শিখতে হবে।
৩
নেগেটিভ লোকদেরকে দূরে রাখা।
এর একটা খারাপ প্রভাব নিজের উপর পড়ে বলে।