Post# 1522203719

28-Mar-2018 8:21 am


চারদিকে এত মত পথ এবং প্রতি বছর বছর যেভাবে এক্সপোনেনটিএলি বাড়ছে তাতে এগুলো নিয়ে আলোচনা আমার কাছে অর্থহীন মনে হচ্ছে।

বরং এখন ফোকাস দিতে হবে এর মাঝে সার্ভাইভাল টেকনিকের দিকে।


কে কোন মত পথে আছে সেটা নিয়ে বিচলিত না হওয়া।

As long as, সে নামাজ পড়ে। কোনো একটা দলের ঢুকে যে সে নামাজ ধরেছে তাতেই খুশি হওয়া উচিৎ। যে দলেই ঢুকুক।


নিজের উপর কোনো দলের কুফর ফতোয়া দেখে উতলা না হওয়া।

এটা বুঝতে হবে মিডেল গ্রাউন্ড সবজায়গায় নেই। এই দলের কুফর ফতোয়া থেকে বাচলে ঐ দলের ফতোয়ায় পড়তে হবে। তাই ঘাড়ের উপর বেশ কয়েকেটা কুফর ফতোয়া নিয়েই চলা শিখতে হবে।


নেগেটিভ লোকদেরকে দূরে রাখা।

এর একটা খারাপ প্রভাব নিজের উপর পড়ে বলে।

28-Mar-2018 8:21 am

Published
28-Mar-2018