ওরা আমার বাংলিশ ভাষা কাইরা নিতে চায়।
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়।
মা, ওরা বলে আমাকে আর এই বাংলিশে কথা বলতে দেবে না।
আমার মুখের ভাষা তারা কেড়ে নিতে চায়।
"কিন্তু এটা তো বাংলার বিকৃতি!"
এটা একটা নতুন ভাষা। একে আমরা বাংলা বলছি না। তাই বাংলিশের বিকৃতি কি সেটা বংলিশের ব্যবহারকারীরা বলবে। অন্যরা না।
"শুদ্ধ বাংলায় কথা বললেই হয়!"
এটা ঐ সময়ে তাদেরও যুক্তি ছিলো। উর্দুতে কথা বললেই হয়। কেন? আমি আমার নিজের ভাষায় কথা বলতে পারবো না?
"নতুন ভাষা হলে নতুন আবিষ্কার করেন। এতে বাংলা ঢুকালেন কেন?"
শুদ্ধ বাংলায় এত ইংরেজি-আরবী শব্দ ঢুকেছে কেন সেটা চিন্তা করেছেন? নতুন ভাষা আসে পুরানো ভাষার বিবর্তন থেকে।
- Comments:
- FAQ : "ভাই ইতিহাস বিকৃত করবেন না। রাষ্ট্রভাষা নিয়ে আন্দোলন ছিলো। মুখের ভাষা না। এই যে এই আর্টিক্যল পড়ে দেখেন...."
অকে।
- http://www.jaijaidinbd.com/?view=details&archiev=yes&arch_date=21-01-2018&type=single&pub_no=2142&cat_id=1&menu_id=14&news_type_id=1&index=21