Post# 1522140082

27-Mar-2018 2:41 pm


যুক্তি : "আপনি যে আলেমের ভক্ত, দেখেন সেই আলেম কি বলেছেন। এই যে <ক্লিপ>। এমন আলেমের অনুসরন আপনি করেন?"


৯০ এর দিকে এরকম বলা হতো :

"ইমাম আবু হানিফা বলছেনে যদি আপনি কোরআন শরিফের বাংলা অনুবাদ দিয়ে নামাজ পড়েন তবুও আপনার নামাজ হবে। দেখেন আপনার ইমামের কি অবস্থা...."

কিংবা,
"শায়েখ ইবনে বাজ বলেছেন কেউ যদি বলে পৃথিবী গোল, তবে সে কোরআন শরিফে যা আছে তার বিরোধিতা করলো। দেখেন আপনার শায়েখের কি অবস্থা...."


খুজলে প্রতিটা আলেমেরই কিছু না কিছু বড় ভুল বের করতে পারবেন।

কিন্তু ভুল শিক্ষাই যদি কোনো আলেমের মূল শিক্ষা না হয়ে থাকে তবে উনার কোনো ভুলের জন্য উনার সঠিকগুলোকে বাতেল করে দেই না। ভুলগুলো যত বড় হোক না কেন।


তাই এই ধরনর ক্লিপের কোনো দাম আমার কাছে নেই।

এই ভুলটাই যদি উনার মূল শিক্ষা হতো তবে এই কথাগুলো আমার কাছে আগেই পৌছতো। আপনার ক্লিপ পাঠানোর আগেই।

27-Mar-2018 2:41 pm

Published
27-Mar-2018