কোরআন দিয়ে দলিল দিয়ে কেউ যদি বলে "আল্লাহ তায়ালা <এই> বলেছেন, হয় আপনি এটা মানবেন নয়তো আপনি আল্লাহর কালামের অস্বিকারকারী হয়ে কাফের হয়ে যাবেন।"
এই অবস্থায় আমি দেখি :
১
"আমি যখন ঐ আয়াত পড়ছিলাম তখন কি এই একই জিনিস বুঝেছি যেটা উনি বলছেন?"
যদি না বুঝে থাকি তবে এটা উনার ব্যখ্যা। আমি আমার ব্যখ্যা অনুসরন করবো কারন হাশরের ময়দানে আমার জবাব আমাকে দিতে হবে। উনার ব্যখ্যা উনার জন্য।
২
"ঐ প্রসংগে এই একটা আয়াতই আছে নাকি আরো আয়াত আছে যেগুলো উনি গোপন করে যাচ্ছেন?"
এই জিনিসটা যে কত বেশি হয় কল্পনা করতে পারবে না। অধিকাংশ ক্ষেত্রে এক আয়াতে আল্লাহ তায়ালা কিছুর হুকুম করলেন। ভিন্ন আয়াতে হয়তো সেটা সফট করে দিলেন বা ব্যলেন্স করে দিলেন। এর একটা আপনাকে জানিয়ে অন্যটার কথা গোপন করে আপনাকে কেউ চাইলে তার মন মতো পথে চালাতে পারবে এই কথা দাবি করে, "এটাই আল্লাহর হুকুম।"
৩
"ফিকাহর কিতাবেও কি এই বিষয়ে এই একই কংক্লুশন টানা হয়েছে?"
সে বলবে "কিতাবেও তাই বলা হয়েছে। এটাই আহলে সুন্নাহর হুকুম। সমস্ত উলামা কিরামের মত।" কিন্তু এটা তার কথা। এবং এই ধরনের বোল্ড দাবিগুলোর ৮০% আমি পরবর্তিতে দেখি ভুল।
আমি প্রশ্ন করি যদি ফিকাহর কিতাবেও এটা বলা থাকে তবে এত দিন আমি এটা শুনি নি কেন? অন্য আলেমগন বলেন নি কেন? এর পর নিজে ফিকাহর কিতাব ঘেটে দেখি ঐ বিষয়ে কি লিখা আছে। তার কোটেশনের উপর ভরসা না করে।
আল্লাহ তায়ালা যেন আমাদের পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করেন।
- Comments:
- ^ that's only a start. এরকম প্রায় ১০-১২ টা ইশু আছে যেগুলো নিয়ে যুদ্ধ চলছে কয়েক দশক ধরে।