খুব সুন্দর রিসাইটেশন।
সূর করে ওয়াজ করা জায়েজ নাকি জায়েজ না এই প্রশ্ন তুলে এটা স্পয়েল করার মানে দেখি না।
আমাকে জিজ্ঞাসা করলে বলবো আরবদের জন্য জায়েজ যেহেতু সেটা শুনতে ভালো লাগে। বাংগালিদের জন্য না করাই ভালো, যেহেতু আমাদের মাত্রা জ্ঞান থাকে না। [20% sarcastic]
এ জন্যই আল্লাহ তায়ালা আমাদের এই উপমহাদেশে "আস্তে আমিন" পন্থি মাজহাব চালু করে দিয়েছেন। নয়তো মসজিদে এত জোরে চিৎকার করে আমিন বলতো যে বৃদ্ধ মানুষ দাড়ানো থেকে পড়ে যাবার আশংকা ছিলো।
ভারতের কয়েক মসজিদে এইরকম চিৎকার করে আমিন বলা দেখে এসেছি। আমাদের জাত ভাই যে।
আর বিদেশে শাফি মাজহাবের মসজিদগুলোতে গেলে দেখতে পাবেন। যখন আমিন বলে তখন যেন ঢেউ খেলতে থাকে।