Post# 1522027501

26-Mar-2018 7:25 am


খবর : ইয়েমেন থেকে ৭ টা মিজাইল ছুড়েছে গতরাতে রিয়াদকে উদ্দেশ্য করে। ৬টা ইন্টারসেপটর দিয়ে ফেলে দিয়েছে। ১ টা পারে নি, সেটার আঘাতে ১ জন প্রবাসি নিহত।

প্রশ্ন : ইন্টারসেপটরগুলো তাহলে বেশ ভালো কাজ করছে!

এর পর আসল খবর। নিচে ভিডিওতে। দেখা যাচ্ছে একের পর এক ইন্টারসেপটর ছুড়ে মারছে সৌদি বাহিনি। একটা ইন্টারসেপটর উড়ে গিয়েই ঘুরে এসে মাটি পড়ে। সেটার বিষ্ফোরনে ১ জন মিশরি প্রবাসি নিহত হয়। হুতিদের মিজাইলের আঘাতে না।

যদি সৌদি বাহিনী এই মিসাইলগুলোর ব্যপারে একেবার কিছুই না করতো, তবে সেই মিজাইল থেকে ক্ষতি হবার সম্ভাবনা কতটুকু? এই না যে এগুলো গাইডেড মিজাইল। বরং ডাম্ব মিজাইল।

কিন্তু সৌদি বাহিনীর একটা শো অফ দরকার আছে। দেখাতে যে তাদেরও কিছু করার শক্তি আছে। একেবারে বসে তো থাকা যায় না। সেই থেকে নিজেদের এন্টি মাজাইলে নিজেরাই আহত-নিহত।

সৌদিতে মিজাইল আঘাত হানলেও বিদেশিরা মারা যাবে। সৌদিরা না। কারন সৌদির ৯০% বিদেশি।

https://www.express.co.uk/news/world/936923/Saudi-Arabia-missile-attack-Ridya-Yemen-news-latest

https://www.express.co.uk/news/world/936923/Saudi-Arabia-missile-attack-Ridya-Yemen-news-latest

26-Mar-2018 7:25 am

Published
26-Mar-2018