Post# 1522025244

26-Mar-2018 6:47 am


আমার বাপে গল্প করতেন উনি স্কুল জীবনে লিখতেন বাশের কঞ্চি দিয়ে। সেটা কালিতে চুবিয়ে চুবিয়ে বের করে।

আমরা গল্প করি আমাদের স্কুলের সময়ে লিখতাম এই রকম ফাউন্টেন পেন দিয়ে। পাম্প করে করে কালি ভরে। কালি শেষ হয়ে গেলে আবার চাপ দিয়ে দিয়ে কালি ভরো।

সে থেকে পরিক্ষার খাতা, হাত, স্কুলের শার্টের পকেট সব লিক করা কালিতে ভরে থাকতো। এটাকে দেখা হতো ছাত্রত্বের একটা আলামত হিসাবে।

এর পর আসলো বলপেন। ছেলেপেলেরা সেটাই ব্যবহার করা আরম্ভ করে। আমাদের সময় বল পেন ছিলো না, তা না। কিন্তু ছাত্রদের জন্য ব্যবহার নিষিদ্ধ ছিলো। শুধু টিচাররা ব্যবহার করতো। কারন বলা হতো বলপেনে লিখলে হাত শক্ত হয়ে যাবে।

এর পর এখন কম্পিউটার। লিখার দরকার পড়ে না। দরকার টাইপ।

26-Mar-2018 6:47 am

Published
26-Mar-2018