১
কোনো কথা বা লিখাকে ভুল প্রমান করার জন্য বক্তা মূল বিষয়টা কি বলতে চাচ্ছে সেটা বুঝে শুধু মূল পয়েন্টার বিপরিত যুক্তিগুলো দেখাতে হয়।
সেটা না করে কেউ যদি "লাইন বাই লাইন রিফিউটেশনে" চলে যায় তবে বুঝায় যে বিরোধিতাকারী বিরোধিতা করার জন্য অতি উৎসাহি হয়ে আছেন। এবং বিরোধিতার জন্যই বিরোধিতা করছেন।
২
বেহেস্তি জেওরের একটা ভেলিড রিফিউটেশন এই কারনে হতে পারে :
"এটা কোরআন এবং সহি হাদিসের উপর ভিত্তি করে লিখা হয় নি। বরং হানাফি মাজহাবের প্রচলিত নিয়মগুলোকে অনুসরন করা হয়েছে।"
এই বিরোধিতা ঠিক আছে।
সেটা না করে যদি কেউ লাইন বাই লাইন রিফিউটেশনে যায় তবে সেটা হবে এরকম :
: এর ভুমিকায় আশরাফ আলি এর জন্মের গল্প বলা আছে.... রিফিউট।
: ভুমিকায় লিখা আছে উনার মৃত্যুর পর কেউ স্বপ্নে দেখলেো .... রিফিউট।
অর্থাৎ ভুমিকা থেকেই লাইন বাই লাইন রিফিইটেশন আরম্ভ হচ্ছে।
এরকম দেখলে আমি ধরে নেই রিফিউটেশন কারি প্রথমেই পরাজিত। ডেসপারেট হয়ে আছেন।
৩
রিফিউটেশন যত লম্বা হয়, আমি ধরে নেই রিফিউটেশনকারীর যুক্তি তত দুর্বল। এবং লম্বা কথা না বলে সে কিছু প্রমান করতে পারবে না।
কারো একেবারে বিভ্রান্তিকর কথার জন্য রিফিউটেশন লাগে না। সবাই এমননি বুঝতে পারে।
- Comments:
- ^ কে উল্টে গিয়েছে?
- প্রথম কথা : কাজী ইব্রাহিম সাহেবকে আতি মেধাবি মনে করা হয় না। বরং অধিকাংশ লোকই উনাকে অতি সরল মনে করেন। এ কারনে অনেকেই উনাকে ভালোবাসেন।
অতি মেধাবি আমি মনে করতাম ড: খন্দাকার জাহাঙ্গির স্যার কে। আল্লাহ তায়ালা উনাকে জান্নাত দান করুন।
দ্বিতীয়তঃ কাজী ইব্রাহিম সাহেব যে বিপথে চলে গিয়েছেন তা না। উনার ভবিষ্যৎবানি নিয়ে কারো আপত্তি থাকলেও সেই আপত্তি বেশি না। এবং নেটের অধিাকংশ আলেমই বলেছেন ফান্ডামেন্টালি এগুলো ভুল না। এবং উনি বিপথগামি না।
তৃতীয়তঃ এই পোষ্টটা আমি prank হিসাবে পোষ্ট করেছি। টাইটেল পড়ে এক জিনিস ধারনা করা হয়। কিন্তু ভেতরে ভিডিও ভিন্ন। এটা না বুঝলে মনে হবে আমি বুঝি বলছি "উনি বিপথগামি হয়েছেন"। যেটা আমি বলছি না। বরং উল্টো উনার সমালোচকদের একহাত নিয়েছি এই পোষ্ট দিয়ে ইনডাইরেক্টলি। অনেক আশা করে ভিডিওটা তারা দেখবে "এইবার পাইলাম উনাকে" কিন্তু দেখে বলেব "ও! এইডা" -- আশাহত।
- ^ আহলে হাদিসের একটা অবিচ্ছেদ্য অংশ আমি দেখেছি হানাফিদের বাতেল, ভুল বা পথভ্রষ্ট বলা। এই জিনিস থেকে উনি সরে আসছেন। মানে হানাফিদের ভুল এখন আর বলেন না। বলেন ওরাও ঠিক আমরাও ঠিক। এই স্টেন্ডের জন্য অনেকে বলে আহলে হাদিস থেকে উনি সরে আসছেন। কিন্তু উনার আমল আহলে হাদিসের মতই আছে। যতটুকু জানি।