Post# 1521925771

25-Mar-2018 3:09 am



ইলমের একটা বেসিক লেভেল পর্যন্ত যা শিখবেন সেগুলো নিজের আমলের জন্য কাজে লাগবে।

অতটুকু হয়ে গেলে এর পর যা শিখবেন সেগুলো তর্কের জন্য।


অধিকাংশ তর্কে "কোনটা ঠিক" সেটা প্রথম কিছু দিনের পরে আর ফেকটর থাকে না।

বিপরিত মত "কত বড় ভুল" সেটা প্রতিষ্ঠা করা হয়ে যায় মূল ফ্যক্টর।


সত্যিকারে বড় ভুলগুলোর ব্যপারে উম্মাহর মাঝে ঐক্যমত আছে।

সেগুলো নিয়ে তর্ক হয় না। যেগুলো নিয়ে তর্ক হয় সেগুলোতে কম হোক বা বেশি হোক দুই পক্ষেরই কিছু যৌক্তিকতা আছে।

এগ্রাসিভলি তর্কে নামে গেলে বিপরতি পক্ষের যৌক্তিক অংশকেও অস্বিকার করে বসবেন।

25-Mar-2018 3:09 am

Published
25-Mar-2018